• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

বিপিএল

টস জিতে ব্যাটিংয়ে বাবর-সাকিবের রংপুর

  • ''
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

৪ ম্যাচে সমান ২ জয় ও হার নিয়ে পয়েন্ট তালিকার ৪ নম্বরে নুরুল হাসান সোহানের দল। আর এক ম্যাচ কম খেলা কুমিল্লা ২ জয় পেলেও রানরেটে এগিয়ে থাকায় আছে ৩ নম্বরে।

রংপুর এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। আর কুমিল্লা এই ম্যাচে খেলছে তিন পরিবর্তন নিয়ে। কুমিল্লার একাদশে নেই ইমরুল কায়েস। রংপুরের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার রনি তালুকদার।

রংপুর রাইডার্সএকাদশ
বাবর আজম, ব্রেন্ডন কিং , সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ
নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, জাকের আলি অনিক,
আমির জামাল, রেমন রেফার, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আলিস ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads